আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হাদরামাউত প্রদেশে জনপ্রিয় অনলাইন গেম পাবজি খেলাকে কেন্দ্র করে তুচ্ছ এক বিবাদ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে এক বৃদ্ধ বন্দুকধারীর গুলিতে দুই তরুণ নিহত হয়েছে। খবর গালফ নিউজের।
ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব ইয়েমেনের ওয়াদি আমদ জেলায়, ইফতারের ঠিক আগে। স্থানীয় গণমাধ্যম ও ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এক ক্যাফেতে সন্দেহভাজন হামলাকারীর ছেলে এবং নিহত দুই তরুণের মধ্যে পাবজি খেলা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
নিহতরা হলেন ২০ বছর বয়সী আলি মোহাম্মদ বাসালীব ও তার ১৮ বছর বয়সী ভাই মাজেদ। তারা অভিযুক্ত ব্যক্তির ছেলের সাথে গেম খেলতে রাজি না হওয়ায় বিতর্ক শুরু হয়, যা ধীরে ধীরে মারামারিতে গড়ায়।
পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির ছেলে এই ঘটনা তার বাবাকে জানান। এরপর ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি অস্ত্র হাতে এসে সরাসরি দুই ভাইয়ের ওপর গুলি চালান। ঘটনাস্থলেই তারা নিহত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারী ঘটনার পরপরই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
‘নিহতদের বাঁচানোর চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তারা মারা যায়। নিরাপত্তা বাহিনী পুরো ঘটনা তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে,’ জানায় মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।