ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে অপু বিশ্বাস, সেখানে রয়েছেন শাকিব খানও

বিনোদন ডেস্ক: গতকাল (১২ জুলাই) হঠাৎ করেই ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। তবে হুট করে কেন তিনি সেই দেশে গেলেন তা জানাননি এ নায়িকা। ছেলে আব্রামের এটি প্রথম আমেরিকা সফর।

বাংলাদেশের পর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ফলে বর্তমানে সেই দেশেই অবস্থান করছেন শাকিব। শোনা যাচ্ছে, শাকিব খানের ডাকে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন অপু বিশ্বাস।

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লালশাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

অন্যদিকে, ‘প্রিয়তমা’ সিনেমাও মুক্তি পায় এই ঈদেই। বেশ সাফল্যও পায়। দেশে মুক্তির পর ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে ১৮টি স্টেটের ৩৭টি থিয়েটারে দেখানো হচ্ছে সিনেমাটি।