ছেলে জুনায়েদের সাফল্যে পার্টি দিলেন আমির খান

বিনোদন ডেস্ক : বলিউডে পা রেখেছেন আমিরপুত্র জুনায়েদ। আর প্রথম সিনেমায় অভিনয় করেই সবার মন জয় করেছেন আমিরপুত্র। ছেলের সাফল্যে দারুণ খুশি আমির খানও। আর সেই উপলক্ষে সাকসেস পার্টিও দিলেন আমির খান।

সেখানে ইমরান খান এবং তার প্রেমিকা লেখা ওয়াশিংটনকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে।

বহু বিতর্কের পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জুনাইদের ‘মহারাজ।’ যা দেখার পর সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। নিজের অভিনয় দক্ষতা শতভাগ প্রমাণ করেছেন জুনায়েদ।

দর্শক থেকে শুরু করে সমালোচক, এমনকি তারকারাও আমিরপুত্রের অভিনয়ের প্রশংসা করেছেন। নেটফ্লিক্সেও ব্যাবসায়িকভাবে সাফল্য পেয়েছেন মহারাজ। আর ছেলের এমন সাফল্যে বসে থাকেননি আমির খান। বুধবার (৩১ জুলাই) জুনায়েদের সৌজন্যে দিয়েছেন পার্টি।

পার্টিতে আরো উপস্থিত ছিলেন জয়দীপ অহলাওয়াত, শালিনী পাণ্ডে, পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রাসহ অনেকে। এদিন আমিরকে সাদা পোশাকে দেখা গেছে।
পার্টিতে আমির খানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে পরিচালক সিদ্ধার্থ লেখেন, “তার (আমির খান) ভক্ত আজীবন থাকব। তাকে তখনো ভালোবাসতাম, এখনো ভালোবাসি।’

মুক্তির পর মহারাজ নেটফ্লিক্সের সেরা ১০ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে।

এটি সাত দিনের মধ্যে ১৫২.৩ মিলিয়ন মিনিট ভিউজ পেয়েছে। ১৮৬২ সালের গল্পের ওপর ভিত্তি করে তৈরি ‘মহারাজ’। যেখানে জুনায়েদ কার্সন দাস মুলজির চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া জয়দীপ আলহাওয়াত, শরওয়ারি ওয়াঘ, শালিনী পাণ্ডেকেও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।