বিনোদন ডেস্ক : ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় শাকিব-অপুর পুত্রসন্তানের জন্ম হয়। সম্প্রতি শাকিব খান তার সন্তান আব্রাম খান জয়ের জন্য দুঃখপ্রকাশ করেন। কারণ ছেলে বাবার সঙ্গে হাটে যেতে পারেনি। হাটে যাওয়ার সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছে জয়।
শাকিব খান বলেন, ‘ছোটবেলায় আমি বাবার সঙ্গে সব সময় গরু কেনার জন্য হাটে যেতাম। বিষয়টি আমি এনজয় করতাম। হাজার হাজার মানুষ হাটে গরু কিনছে, পাশেই মেলার মতো দোকান বসেছে। নানান ধরনের দোকান। যেন গরু কেনার উৎসব। গরু কেনা হয়ে গেলে পেছন পেছন হাঁটতাম, গরুর লেজ ধরার চেষ্টা করতাম। বাড়িতে এনে নিজের পরিবারের সদস্যদের মতো লালনপালন করতাম। স্মৃতিগুলো চোখের সামনে এখনো ভেসে ওঠে।’
ছেলেকে নিয়ে দুঃখপ্রকাশ করে শাকিব বলেন, ‘আমার ছেলের জন্য দুঃখ হয়। কারণ, এখন ইচ্ছে থাকলেও আমার হাটে যাওয়া হয় না। যে কারণে আমার ছেলেও আমার সঙ্গে যেতে পারে না। সে আসলে গরুর হাটের আনন্দটা থেকে বঞ্চিত হচ্ছে।’
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.