জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঘটকালির আড়ালে প্রতারণা করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার কোচাশহর ইউনিয়নের ধর্মা (প্রধানপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি রাখালবুরুজ ইউনিয়নের হরিনাথপুর (বিষপুকুর) গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুর রহিম।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটক রহিম পুলিশ, চিকিৎসক, সেনাবাহিনীর অফিসার, বিসিএস ক্যাডার ইত্যাদি পাত্রের নাম করে মেয়ের বাবা-মায়ের কাছ থেকে বিভিন্ন প্রলোভনে টাকা আদায় করতেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।