নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেছেন, ছেলে মেয়েদের সাথে অভিভাবকদের ভাল সম্পর্ক বজায় রাখতে হবে। ছেলে মেয়েরা যাতে তাদের সমস্যা অভিভাবকদের সাথে নি: ভয়ে বলতে পারে। ছেলে মেয়েরা কোথায় যায়, কি করে, কার সাথে চলা ফেরা করে, কখন ঘরে ফিরে, সঠিক সময়ে স্কুলে যায় কিনা, লেখা পড়া করছে কি না এসব বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন।
বুধবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া জেলা প্রশাসক আবু নইম মোঃ মারুফ খান শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও বৃক্ষ রোপন, শিবপুর পৌরসভা অফিস পরিদর্শন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, উপজেলা পরিষদের অর্থায়নে ১৭জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, ছায়াবীথি স্কুলে অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিক্ষা উপকরণ বিতরণ, সাধারণ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন, পুটিয়া ইউপি কার্যালয় পরিদর্শন করেন।
শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সামসুল আলম ভূঞা রাখিলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, ইউএনও জিনিয়া জিন্নাত, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি মো: ফারুক খান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল ছগির, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।
পানি মিশিয়ে পেট্রোল বিক্রি, অতঃপর পাম্প মালিকের যে কঠিন শাস্তি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।