বিনোদন ডেস্ক : ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় কাজ করার ভেতর দিয়ে চলচ্চিত্রে পা রাখেন মাহিয়া মাহি। ছোটবেলা থেকেই বেশ দুরন্ত প্রকৃতির মেয়ে ছিলেন তিনি। সম্প্রতি ‘মিডিয়া পোস্ট’ নামের একটি পেইজের অনলাইন আড্ডায় তিনি তার ক্যারিয়ার ও ছোটবেলা নিয়ে নানা ধরনের বক্তব্য তুলে ধরেন।
নাজমুল আলম রানার উপস্থাপনায় এই আড্ডায় তিনি কথা বলেন তার প্রিয় নায়ক ও নায়িকাদের নিয়েও। মাহির কাজ করতে ভালো লাগে নায়ক সাইমনের সঙ্গে। তার প্রিয় পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
মাহি বলেন, তিনি প্রতিদিনই প্রেমে পড়েন। ছোটবেলার প্রেম নিয়ে মাহি বলেন, ‘ছোটবেলায় আমার ৮/৯জন বয়ফ্রেন্ড ছিল। তবে তাদের সঙ্গে আমার দূর থেকেই দেখা হতো। পাঁচ বছর বয়সে আমি প্রথম প্রেমে পড়ার ব্যাপারটি খেয়াল করি। নবম শ্রেণি পর্যন্ত সেই প্রেমটা আমাকে ভাবিয়েছে।’
মাহি আরও বলেন, সত্যিকারের প্রেম ভালোবাসায় জড়ান সিনেমা অঙ্গনে পা রাখার পর। কিন্তু কার সঙ্গে মাহির প্রেম তা তিনি জানাননি।
কোন সিনেমায় সবচেয়ে ভালো অভিনয় করেছেন মাহি? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মুক্তি প্রতীক্ষিত ‘আনন্দ অশ্রু’ সিনেমায় সবচেয়ে ভালো অভিনয় করেছি আমি। এই সিনেমাটা এ বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমাটি আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।