আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বি সালমানের আমন্ত্রণের দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি তৃতীয়বারের মতো সৌদি সফরে যাচ্ছেন। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে। এর আগে মোদি ২০১৬ সালে এবং ২০১৯ সালে সৌদি সফর করেছিলেন।
এনডিটিভি বলছে, ভারত ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশ দুইটির মধ্যে দীর্ঘ ইতিহাস রয়েছে সামাজিক-সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগের।
কৌশলগত অংশীদার হিসেবে- দুই দেশ রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রেখেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদির এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে।
২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে রাষ্ট্রীয় সফরে আসেন সৌদি যুবরাজ। এরপরেই এবার সৌদি সফরে যাচ্ছেন মোদি।
এর আগে ২০১৯ সালে ভারত সফরে আসেন যুবরাজ সালমান। সেইসময় তিনি মোদির ব্যাপক প্রশংসা করেছেন। যুবরাজ সালমান মোদিকে বড়ভাই হিসেবে সম্বোধন করেন এবং নিজেকে মোদির ছোটভাই বলে উল্লেখ করেন।
খালিজ টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় প্রবাসীদের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। সৌদি ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অন্যদিকে ভারত সৌদির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
সৌদিতে অন্তত ২৭ লাখ ভারতীয় বাস করে। এ ছাড়া দেশটিতে ভারতীয় নাগরিকদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।