যারা ছোট ও মাঝারি মানের ব্যবসার জন্য ফেসবুকে বিজ্ঞাপন প্রদান করেন তাদের সহায়তার জন্য মেটা নতুন টুল নিয়ে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের মাধ্যমে মেটা বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন ফিচার আপগ্রেড করেছে।
ফেসবুক পেজে বিজ্ঞাপন দেওয়ার সময় মেটার এই প্রযুক্তি এখন থেকে ব্যবহার করা যাবে। এটাকে Advantage+ টেকনোলোজি বলা হয়। আগে একক বিজ্ঞাপনে এ প্রযুক্তি ব্যবহার করা যেতো না। এখন মেটা এ সুবিধা বিজ্ঞাপনদাতাদের দিচ্ছে। মেটা শপিং ক্যাম্পেইন ও অ্যাপ ক্যাম্পেইন এর জন্য Advantage+ টেকনোলোজি আপগ্রেড করেছে।
অ্যাডভান্টেজ প্লাস প্রযুক্তি ব্যবহার করে প্রচার অভিযানে সুবিধা পাবে ছোট এবং মাঝারি মানের ব্যবসায়ী প্রতিষ্ঠান। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে।
যারা ই-কমার্সের মাধ্যমে ব্যবসা করে এবং যারা খুচরা বিক্রেতা তারাও এ প্রযুক্তি সহজে ব্যবহার করতে পারবেন। বিজ্ঞাপনের একাধিক সংস্করণ একই সাথে ব্যবহার করার সুযোগ থাকবে। এ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ডাটা পাওয়া যাবে সেটার মাধ্যমে বাজেটের দক্ষ ব্যবহার করা সম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অ্যাডভান্টেজ প্লাস টুল ১৫০ টি সৃজনশীল ডাটার সমন্বয় করতে সক্ষম। বিজ্ঞাপন দাতা কোম্পানি আরো কম সময়ে দ্রুত বিজ্ঞাপন দেওয়া ও প্রচার অভিযানের কাজ সম্পন্ন করতে পারবেন।
অ্যাডভান্টেজ প্লাস ফিচার এখন আগের থেকেও বেশি স্থিতিশীল। এখানে অনেক সৃজনশীল ফিচার ব্যবহার করা সম্ভব। সাত দিনের ক্লিক অ্যাট্রিবিউট এবং নানা বিষয়ে টেস্টিং করার সক্ষমতা রয়েছে। বিজ্ঞাপনের অঞ্চল ভিত্তিক ডাটা পেয়ে যাবেন।
মেটা পরবর্তী সময়ে আগ্রহ সহকারে জানতে চাই যে এই অ্যাডভান্টেজ প্লাস এর আপডেট বিজ্ঞাপনদাতারা সত্যি পছন্দ করেছে কিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।