ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এবার এক পোস্ট দিয়ে ফের নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, সিনেমার ছোট চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান নিয়ে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই সত্যিকারের সাহসিকতা বলে মনে করেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ছবিটির ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘সিনেমায় ছোট একটা চরিত্র করে অসম্মানিত হওয়ার থেকে সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা, সে যত বড় তারকা হোক না কেন। ধন্যবাদ, ছবিটা ভালো ছিল।’
সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘তোমার ছবি করা লাগবে না এখন কি আর কেউ ছবি দেখে কিন্তু সত্যি বলছি তুমি দেখতে অনেক সুন্দর।’
আরেজনের কথায়, ‘আপনি অভিনয় ছাড়াই সেরা।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হওয়া মিষ্টি জান্নাত অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের গুঞ্জন এবং বিভিন্ন মন্তব্যের কারণে প্রায়শই আলোচনায় থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



