জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে ছোটভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বোনেরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড়দীঘির উত্তরপাড় এলাকার আজম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মো. আবু বক্কর ছিদ্দিক (৮) ও তার বড়বোন মোছাম্মৎ উম্মে হাবিবা (১১)। তারা স্থানীয় সুলতান নশরত শাহ নুরানি ও ইবতেদায়ি মাদ্রাসার তৃতীয় এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা উক্ত এলাকার সিএনজি অটোরিকশাচালক মো. ইউছুফের পুত্র ও কন্যা।
এ ব্যাপারে চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু সাংবাদিকদের বলেন, স্থানীয় এলিট এঞ্জেলের পাশে গোলাপুর রহমানের ভাড়া ঘরে তারা তাদের পরিবারের সঙ্গে বসবাস করতো।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে আবু বক্কর ও তার বড়বোন উম্মে হাবিবা উভয়ে মাদ্রাসা থেকে এসে গোসল করতে পুকুরে যায়। এ সময় ছোটভাই পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে যায় বড়বোন উম্মে হাবিবা। তবে সেও সফল হয়নি, একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে সেও না ফেরার দেশে পাড়ি জমায়। পরে স্থানীয় ও তাদের আত্মীয়স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর ভাই-বোনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।