ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ, ভাশুরসহ ২ জনের যাবজ্জীবন

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছোট ভাইয়ের বউকে ধর্ষণের দায়ে ভাশুরসহ দুজনকে যাবজ্জীবন ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত
রোববার (২৮ আগস্ট) রাতে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার বাসিন্দা আফজাল হাওলাদারের ছেলে জিয়া হাওলাদার (৩৫) ও তার স্বজন সিদ্দিক হাওলাদার (৪০)। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই নারীর স্বামীকে খালাস দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, সহিদুল ইসলামের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে তিনি গর্ভবতী হলে ২০০৬ সালে সহিদুলের সঙ্গে তার বিয়ে হয়। পরে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। তবে বিয়ের কিছু দিন পর যৌতুকের জন্য তার স্বামী, ভাশুর ও শ্বশুরসহ বাড়ির লোকজন তাকে শারীরিক নির্যাতন শুরু করেন। পরে সন্তানসহ তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

এদিকে এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০০৭ সালে স্বামী, ভাশুর ও শ্বশুরকে আসামি করে একটি যৌতুক মামলা করেন। পরে সেই মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা চাপ দিতে থাকেন। তবে তিনি তাদের কথামতো মামলা তুলে না নেওয়ায় ২০১১ সালের ২২ আগস্ট রাতে ভুক্তভোগী গৃহবধূকে বাবার বাড়িতে গিয়ে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে ধর্ষণ করে ভাশুর জিয়া হাওলাদার। এ সময় ধর্ষণে সহযোগিতা করে ভুক্তভোগী গৃহবধূর স্বামী সহিদুল ইসলাম ও তাদের স্বজন সিদ্দিক হাওলাদার।

এ বিষয়ে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা একই বছরের ২৫ আগস্ট একটি ধর্ষণ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করে। পরে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার আদালত এ রায় দেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।