Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে মানুষের কামড়ে সাপের মৃত্যুর ঘটনা বিরল! এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে। রাজ কুমার নামে এক ব্যক্তি সাপের ছোবল খেয়ে সাপকেই উল্টে কামড়ে টুকরো টুকরো করে দিয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের একটি গ্রামের বাসিন্দা রাজ কুমার। গত রবিবার রাতে মাতাল অবস্থায় বাড়িতে ছিলেন। সেই সময় একটি বিষধর সাপ এসে তাকে কামড়ে দেয়। এর জবাবে তিনি সাপটিকে ধরে কামড়ে দেন। দাঁত দিয়ে কেটে সাপটিকে তিন টুকরো করে ফেলেন।
কিন্তু বিষধর সাপের কামড়ে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের লোক তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তির চিকিৎসা চলছে বলে খবরে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।