স্পোর্টস ডেস্ক : ‘আইপিএল খেলতে যাবে, যাও। তবে দায় নিতে রাজি নই, নিজেদের ঝুঁকিতে যাও।’ করোনার এই সময়টায় দেশের বাইরে খেলতে গেলে স্বাস্থ্যগত ঝুঁকি তো থাকবেই। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কোনো দায়-দায়িত্ব নিতে রাজি নয়। তবে আইপিএলে সুযোগ পাওয়া ছয় ক্রিকেটারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিতে রাজি তারা।
এবারের আইপিএলে খেলবেন নিউজিল্যান্ডের জিমি নিশাম (কিংস ইলেভেন পাঞ্জাব), লুকি ফার্গুসন (কলকাতা নাইট রাইডার্স), মিচেল ম্যাকক্লেনাঘান ও ট্রেন্ট বোল্ট (মুম্বাই ইন্ডিয়ান্স), কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দরাবাদ) এবং মিচেল স্যান্টনার (চেন্নাই সুপার কিংস)।
নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র রিচার্ড বুক বলেন, ‘আইপিএলের ব্যাপারে, নিউজিল্যান্ড ক্রিকেট তাদের খেলোয়াড়দের এনওসি দেবে। তবে সিদ্ধান্ত খেলোয়াড়দের যার যার নিজেরই।’
অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় আইপিএল আয়োজনের রাস্তা পরিষ্কার হয়ে গেছে। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত হতে পারে স্থগিত আসরটি। সংযুক্ত আরব আমিরাত ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়ে গেছে।
নিউজিল্যান্ড এখন করোনামুক্ত। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে করোনার প্রকোপ এখনও আছে। তবে ভারতের তুলনায় সেটা কম হওয়ায় সেখানেই আইপিএলের এবারের আসরটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কিন্তু যাদের দেশে করোনাই নেই, তাদের জন্য একটু ঝুঁকিও তো অনেক বড়ই মনে হওয়ার কথা। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের স্বাস্থ্য বিধি সম্পর্কে তারা নিয়মিতই অবহিত করছেন। তবে যারা আইপিএল খেলতে যাবেন, দায়-দায়িত্ব তাদেরই।
রিচার্ড বুক যোগ করেন, ‘হ্যাঁ, আমরা প্রত্যেকের বিষয়টি দেখে এনওসি দেব। তাদের যেতে না দেয়ার ঘটনা বিরল। তবে সতর্ক থাকার দায়িত্ব পুরোপুরিই খেলোয়াড়ের যার যার কাঁধে। তবে এই বিষয়টি নিয়ে আমরা তাদের তথ্য দিতে পেরে খুশি।’
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ পেরিয়েছে। মৃত্যু পেরিয়েছে ২৮ হাজার। সেই তুলনায় আরব আমিরাতে অনেকটাই কম। সেখানে আক্রান্ত ৫৭ হাজারের মতো, মারা গেছেন মাত্র ৩৪২ জন।
আইপিএলের এবারের আসরটি আরব আমিরাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কি তবে সঠিক? নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র এই বিষয়টি নিয়ে মন্তব্যই করতে চাইলেন না। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের কোনো মত নেই। এই সিদ্ধান্ত তো আমাদের এখতিয়ারে নয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।