ছয় বছরে কারো সঙ্গে ‘অন্তরঙ্গ’ সম্পর্কে জড়াইনি : ড্রিউ ব্যারিমোর

ড্রিউ ব্যারিমোর

বিনোদন ডেস্ক : নব্বই দশসের সাড়া জাগানো অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। একের পর এক সিনেমা দিয়ে ঝড় তুলেছেন দর্শক হৃদয়ে। জায়গা করে নিয়েছেন বিশ্বের অন্যতম আকর্ষনীয় অভিনেত্রীদের তালিকায়। তবে দীর্ঘ সময় ধরে বড় পর্দা থেকে নিজেকে দুরে রেখেছেন এই অভিনেত্রী।
ড্রিউ ব্যারিমোর
এমনকি সাবেক স্বামী কোপেলম্যানের সঙ্গে বিচ্ছেদের পরে আর নতুন সম্পর্কেও জড়াননি তিনি। এ নিয়ে ভক্তদের মাঝে বেশ কৌতুহল রয়েছে। সম্প্রতি এক ভক্ত দাবি করেছেন অভিনেত্রী ‘যৌনতাকে ঘৃণা করেন। ’

এ বিষয়ে ড্রিউ ব্যারিমোর বলেছেন যে, ২০১৬ সালে স্বামী উইল কোপেলম্যানের থেকে আলাদা হওয়ার পর থেকে তিনি ছয় বছর ধরে কোনো অন্তরঙ্গ সম্পর্কে জড়াননি। ‘যৌনতাকে ঘৃণা করেন’, একজন ভক্তের এমন দাবি প্রত্যাখ্যান করে ব্যারিমোর জানান, যে মানুষটিকে বিয়ে করেছেন এবং যার সন্তান ধারণ করেছেন তাঁর সাথে পুরো জীবন কাটাতে না পেরে তিনি ‘বিধ্বস্ত’ অনুভব করছিলেন। তাই তিনি আর কোনো সম্পর্কে জড়াননি। তিনি এখন ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই আছেন। তাঁর দুই মেয়ের নাম অলিভ এবং ফ্রাঙ্কি।

রবিবার (১৬ অক্টোবর) অভিনেত্রী তাঁর ব্লগে একটি পোস্ট করে লিখেছেন, ‘প্রায় ৪৮ বছর বয়সে, অন্তরঙ্গ ও ঘনিষ্ঠতা সম্পর্কে আমার খুব আলাদা অনুভূতি তৈরি হয়। তবে সেই অনুভূতি আমি নিয়ন্ত্রনে রাখতে পেরেছি। আমার বাবা-মা এতোটা আদর্শিক ছিল না। যার ফলে আমি অল্প বয়স থেকেই বিভিন্ন মানুষের সাথে বেড়ে উঠেছি। আমি একজন প্রকৃত সঙ্গী চাইতাম। বৈধতার সঙ্গে উত্তেজনা, আনন্দ, মজা এবং অ্যাডভেঞ্চার খুঁজতাম। তবে একাকী মা হিসেবে নতুন জীবনে প্রবেশের পর থেকে আমি অন্তরঙ্গ সম্পর্কে জড়াইনি আর।

সম্পর্কের বিষয়ে তিনি আরো বলেন, ‘কিছু লোক বিয়ে বা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে এবং অদূর ভবিষ্যতে অন্য সম্পর্কে জড়াতে পারে। এটাতে কোন সমস্যা নেই! এক বিন্দুও না। আমি এসব বিচার করি না! আমি বরং তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই! তবে নিজের শপথ করা বিবাহ সম্পর্ক ভেঙে যাওয়ায় নিজের দুই মেয়েকে নিয়ে আমি গভীর সমস্যায় পরে গিয়েছিলাম। অবশেষে সেই জায়গা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বের করতে পেরেছি, এজন্য আমি নিজের প্রতি গর্বিত।

জীবন সম্পর্কে তার নিজের নেওয়ার ব্যাখ্যা করে, তিনি আরও লিখেছেন, ‘আমি আমার জীবনের সম্পূর্ণ ভিন্ন জায়গায় আছি এবং সম্ভবত অদূর ভবিষ্যতে আমি কোনো সম্পর্কে জড়াব। তবে কেবল সম্পর্কে জড়ানো আমার অগ্রাধিকার নয়। আমি এমন ব্যক্তি নই যার শুধু যৌনতার প্রয়োজন এবং সেই প্রয়োজনে সেই স্তরের লোকেদের সাথে জড়িত থাকতে হবে। আমি এটা ভাবি যে, এই পৃথিবীতে আমার মেয়েরা কিভাবে বাঁচবে এবং নিজেকে একজন নারী হিসেবে কিভাবে মর্যাদাপূর্ন রাখব। এসব বিষয়ে আমি নিজের কাছে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ!’

যৌনতা সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী আরো লেখেন, ‘আমি যৌনতাকে ঘৃণা করি না! তবে প্রেম এবং যৌনতা একই জিনিস নয়, সেটি আমি সারাজীবন অনুসন্ধান করে বুঝতে পেরেছি। একজন নারীকে শান্ত প্রকৃতির হতে হবে, কোনো জমকালো পার্টি গার্ল নয়। ’

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালো শর্ট ড্রেসে শ্রাবন্তী হার মানাবে ২০ বছরের যুবতীকেও