Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রতিনিয়তই চোখে পড়ছে। দামি বস্তু তারপরও এর দিকে দৃষ্টি স্থির থাকছে না। কারণ বস্তুটি মূল্যবান হতে পারে এমন কোনো চিন্তাই মালিকদের মনে ভর করেনি। কিন্তু একটা সময়কাল পর জানা গেলো বস্তুটি সাধারণ নয়, অসাধারণ এবং এর মূল্য আকাশছোঁয়া।
এমন কিছু ঘটনার একটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের একজন বাসিন্দা সিরামিকের একটি প্লেট কিনেছিলেন। সেই সময়ের বাজারমূল্য অনুযায়ী তিনি সাড়ে ৬ হাজার টাকায় এ প্লেটটি কিনে রান্নাঘরে গ্যাস ওভেনের পাশে এটি রেখে দেন। প্লেটে একটি নকশা থাকলে দেখতে এটি খুব দামী ছিল না। পরে জানা গেলো নকশাটি পাবলো পিকাসোর আঁকা। ব্যস মাত্র সাড়ে ছয় হাজার টাকা মূল্যমান প্লেট বিশাল সম্পদে পরিণত হলো। নিলামে এর মূল্য ৭৫ কোটি টাকায় প্লেটটি বিক্রয় হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।