‘জওয়ান’ সিনেমায় ‘ভোট’ নিয়ে দর্শকদের যে বার্তা দেওয়া হয়েছে

জওয়ান

বিনোদন ডেস্ক: ‘পাঠান’ সিনেমা মুক্তির প্রায় আট মাস পরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে রাজকীয়ভাবে ফিরেছেন শাহরুখ খান। ‘জওয়ান’ ঝড়ে মেতেছে গোটা বিশ্ব। সেই ঝড়ের প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত ৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শাহরুখ ভক্তদের উপচেপড়া ভিড় চোখে পড়েছে।

জওয়ানসিনেমার একাধিক দৃশ্যে শাহরুখ বর্তমান সিস্টেম নিয়ে সরব হয়েছেন। প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাধারণ মানুষের কাছে। কেন তারা কোনো রাজনৈতিক দলকেই যাচাই না করে পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসিয়ে দিচ্ছেন। এই দৃশ্য নিয়ে এখন জোর আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। ভোট নিয়েও বার্তা দেওয়া হয়েছে দর্শকদের।

ছবির একটি দৃশ্যে শাহরুখকে বলতে শোনা যায়, দোকানে চাল-ডাল কিনতে গেলে ভালো না খারাপ প্রশ্ন করুন। দরদাম করুন, কিন্তু ৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কি তার কাছে যাচাই করতে যান যে, বেকারত্ব ঘুচবে কি না, শিক্ষার অধিকার পাওয়া যাবে কি না কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এরপর থেকে যাচাই করে ভোট দিন।

ওই দৃশ্যটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। যারা এখনও ছবিটি দেখতে যেতে পারেননি, তারা স্পয়লারের অভিযোগ তুলে ক্ষোভপ্রকাশ করেছেন। বিষয়টি নজরে পড়েছে কিং খানের। তিনি ইতিবাচকভাবে নিচ্ছেন।

অভিনেতা বললেন, এতে স্পয়লারের কিছু নেই। দেশের ভালর জন্য সব মাফ। কিন্তু এটা ঠিক যে, আমাদের সবাইকে আরও বুদ্ধিমত্তার সঙ্গে এবং দায়িত্বশীল হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তবে হ্যাঁ, এটা ছাড়া আমি ছবিটি নিয়ে আর কোনও স্পয়লার দিতে চাই না। আশা করি, আপনারাও দেবেন না।

মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ৩০০ কোটির ঘরে পৌঁছে গেছে ‘জওয়ান’। ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা ভি জানিয়েছেন, প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ৩৫০ কোটির ব্যবসা করেছে ‘জওয়ান’।

‘জওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি। এ ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।

‘জওয়ান’ সিনেমা দেখে প্রশংসায় ভাসালেন অনন্ত জলিল