জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ১১১ ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী কে এম রাকিব। যদিও বাকি পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সর্বমোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে সবমিলিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের রাকিব পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট। আর শিবির সমর্থিত প্যানেলের রিয়াজ পেয়েছেন ১ হাজার ৩১ ভোট।
এছাড়াও জিএস পদে শিবিরের আব্দুল আলীম ১ হাজার ১০১ ভোট এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৭০ ভোট। অর্থাৎ, ৫৩১ ভোটের ব্যবধানে এগিয়ে শিবিরের জিএস প্রার্থী আলীম। তবে বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে জকসু নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এর আগে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায় গণনা কার্যক্রম। এরপর প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।
নির্বাচন কমিশন জানায়, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


