স্পোর্টস ডেস্ক: অবশেষে ৩৬১ সপ্তাহের রাজত্বের অবসান হলো নোভাক জকোভিচের। সার্বিয়ান এই তারকার শ্রেষ্ঠত্বকে পিছনে ফেলে বিশ্বের নতুন নাম্বার ওয়ান এখন রাশিয়ান দানিল মেদভেদেভ।
২০০৪ সালের পর ‘বিগ ফোর’ খ্যাত জকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেদেরার ও এন্ডি মারের মত নতুন কোন খেলোয়াড় বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি দখল করলেন।
ইউএস চ্যাম্পিয়ন মেদভেদেভ ইয়েভগেনি কাফেলনিকভ ও মারাত সাফিনের পর তৃতীয় রাশিয়ান হিসেবে শীর্ষ স্থানে উন্নীত হলেন। সব মিলিয়ে ২৭তম খেলোয়াড় হিসেবে এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পেলেন। ২৬ বছর বয়সী মেদভেদেভ গত সপ্তাহে আকাপুলকো সেমিফাইনালে নাদালের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন। তবে দুবাই ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচের পরাজয়ের পরেই মেদভেদেভের শীর্ষস্থান নিশ্চিত হয়, বাকি ছিল শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষনার।
বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসেবে সবচেয়ে লম্বা সময় নিজেকে ধরে রাখার রেকর্ড গড়েছেন জকোভিচ। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পারায় দুবাই ওপেনের মাধ্যমে এ বছর প্রথম তিনি কোর্টে নেমেছিলেন।
র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থান ধরে রেখেছেন জার্মানীর আলেক্সান্দার জেভরেভ। আকাপুলকো ওপেনের মাধ্যমে মৌসুমের তৃতীয় শিরোপা দখলের পর নাদাল একধাপ উপরে উঠে চতর্থ স্থান দখর করেছেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৯১তম শিরোপা। গত আগস্টে ওয়াশিংটনে লয়েড হ্যারিসের কাছে পরাজিত হবার পর স্প্যানিশ এই তারকা এখনো অপরাজিত আছেন। আগস্টের ঐ ম্যাচের পর পায়ের ইনজুরির কারনে ২০২১ সালে নাদালের আর খেলা হয়নি।
এটিপি শীর্ষ ১০ র্যাঙ্কিং :
১. দানিল মেদভেদেল (রাশিয়া) ৮৬৫১ রেটিং পয়েন্ট
২. নোভাক জকোভিচ (সার্বিয়া) ৮৬৪৫
৩. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৭৫১৫
৪. রাফায়েল নাদাল (স্পেন) ৬৫১৫
৫. স্টিফানোস টিসিতসিপাস (গ্রীস) ৬৪৪৫
৬. আন্দ্রে রুবলেভ (রাশিয়া) ৫০০০
৭. মাত্তেও বেরাত্তিনি (ইতালি) ৪৯২৮
৮. কাসপার রুড (নরওয়ে) ৩৯১৫
৯. ফেলিক্স অগার-এ্যালিসিমে (কানাডা) ৩৮৮৩
১০. হাবার্ট হারকাজ (পোল্যান্ড) ৩৪৯৬। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।