জুমবাংলা ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান চলবে। চলমান অভিযানে দল-মত, আত্মীয়, পরিবার-পরিজন কেউ কোন পরিচয় দিয়ে ‘ছাড়’ পাবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর মাধ্যমে বাংলাদেশের চলমান বেসরকারি টেলিভিশনগুলোর বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা জানান।
নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ফলে খরচ কমে আসবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান শেখ হাসিনা। নিজস্ব প্রযুক্তিতে একসময় বাংলাদেশ স্যাটেলাইট তৈরি করতে সক্ষম হবে বলেও আশাবাদ জানান প্রধানমন্ত্রী।
বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে গত বছর ১১ই মে নাম লেখায় ‘বাংলাদেশ’। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে পৌঁছায় বঙ্গবন্ধু বাংলাদেশের। তথ্য প্রযুক্তি ও সম্প্রচার খাতের এ নতুন বিপ্লবে উন্মোচিত হয় নতুন দিগন্ত।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ছয় মাস পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম পরিচালনা করে দেশের ৩৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আজ (বুধবার) রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে সব বেসরকারি চ্যানেলে সম্প্রচার কার্যক্রম বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঐতিহাসিক এই যাত্রায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তুলে দেয়া হয় শুভেচ্ছা স্মারক।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। নিজস্ব স্যাটেলাইটে সম্প্রচার কার্যক্রম চালুর মধ্য দিয়ে দেশের সম্প্রচার খাতে নতুন মাত্রা যোগ হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন,গণতান্ত্রিক ধারায় দেশকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করে গড়ে তোলা হচ্ছে। দেশের অগ্রযাত্রায় বাধাগুলোকে রুখে দিয়ে দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, মানুষের কষ্টার্জিত প্রতিটি পয়সা দেশের উন্নয়নে যেন সঠিকভাবে ব্যয় হয়, সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান চলমান থাকবে। দল-মত আত্মীয়, পরিবার-পরিজন কোন পরিচয় এক্ষেত্রে ‘ছাড়’ পাবে না।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ যে কোন ভুল সংবাদে বিভ্রান্ত না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরে সমাজের অসঙ্গতি দুর করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সরকার অন্যান্য খাতের ন্যয় গণমাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালা তৈরি করছে বলেও জানান শেখ হাসিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।