আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। দলের হাইকমান্ড বলছে, অন্তত দেড়শ আসনে প্রার্থিতা নিয়ে তেমন সমস্যা নেই, তবে শতাধিক আসনকে ‘জটিলতাপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব আসনে গ্রুপিং ও একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিরসনে সম্ভাব্যদের একে একে ডেকে নির্দেশনা দিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা।
জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে এখন ব্যস্ত বিএনপি। অভ্যন্তরীণ জরিপ, সাংগঠনিক নেতাদের প্রতিবেদন ও মাঠপর্যায়ের খোঁজখবরের ভিত্তিতে তিনশ আসনের মধ্যে প্রায় দেড়শ আসনে প্রার্থিতা নিয়ে সমস্যা দেখছে না দলের হাইকমান্ড। এসব আসনে ২০১৮ সালের নির্বাচনে যারা দলের প্রার্থী ছিলেন, এবারও তাদেরই মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি।
তবে বাকি শতাধিক আসনকে ‘জটিলতাপূর্ণ’ মনে করছে দল। এ আসনগুলোতে একাধিক প্রার্থী সক্রিয় থাকায় বিভাজন এড়াতে প্রার্থীদের কেন্দ্রে ডেকে বৈঠক করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গত সোমবার থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ধারাবাহিকভাবে এসব বৈঠক হচ্ছে।
রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়াসহ অর্ধশত আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে পৃথক বৈঠক করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বৈঠকে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন—যাকেই প্রার্থী করা হবে, তাকেই মেনে নিতে হবে এবং দলীয় প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কুমিল্লা সাংগঠনিক বিভাগের আটটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠকে অধ্যাপক ডা. জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন। বৈঠকে পাঁচজন মনোনয়নপ্রত্যাশীর সামনে স্পষ্টভাবে বলা হয়—দল শেষ পর্যন্ত একজনকেই মনোনয়ন দেবে, আর বাকিরা তাকে সমর্থন করবেন। বৈঠকে অংশগ্রহণকারীরা ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন।
দলীয় সূত্র বলছে, বিতর্কিত কাউকে প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে এলাকায় জনপ্রিয়, ক্লিন ইমেজসম্পন্ন ব্যক্তিদের প্রার্থী করা হবে। এ লক্ষ্যে ‘জটিল আসনে’ বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, আগামী মাসের মধ্যে দেড়শ থেকে দুইশ আসনে প্রার্থী চূড়ান্ত করে ঘোষণার পরিকল্পনা করছে বিএনপি। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ প্রক্রিয়া আরও গতিশীল হচ্ছে বলে জানাচ্ছে দলীয় সূত্র।
‘ভ্রমণরোধ’ থাকায় বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।