জটিল সব বিষয়সহ যেসব কাজে আসবে সাড়া জাগানো চ্যাটজিপিটি

চ্যাটজিপিটি

জটিল সব বিষয়সহ যেসব কাজে আসবে সাড়া জাগানো চ্যাটজিপিটি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ওপেন এআই এর নাম এখন প্রায় প্রত্যেকের মুখে মুখে। নির্দেশনা দিলে মৌলিক লেখা লিখে দেওয়ার সক্ষমতা রাখে এই অ্যালগরিদম। যদিও কৃত্রিম বুদ্ধিমত্তার এমন কিছু নতুন নয়। যারা কন্টেন্ট রাইটিং করেন তারা কিছু সফটওয়ার ব্যবহার করে লেখা বানাতে পারেন। চ্যাটজিপিটি এসব সফটওয়ারের উন্নত সংস্করণ। চ্যাটজিপিটি মানুষের সৃজনশীলতা কেড়ে নেবে এমন ধারণা অনেকের মনে। কিন্তু চ্যাটজিপিটি দিয়ে কি কি করা যাবে তা নিয়ে স্বচ্ছ ধারণা রয়েছে কি? ইতোমধ্যেই এটি সার্চ ইঞ্জিন বিং ও মাইক্রোসফট-এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। দ্রুতই এ সেবা এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের সঙ্গে যোগ দেওয়া হবে।

চ্যাটজিপিটির প্রধানের ধারণা চ্যাটজিপিটির মাধ্যমে রাজস্ব বাড়বে অনেক। সম্প্রতি এআইটির জনপ্রিয়তা এমনিতেই বিরল। তবে চ্যাটজিপিটি দিয়ে কি কি করা যেতে পারে তা অনেকেই জানেন না। চলুন জেনে নেই:

সিভি ও কভার লেটার লেখুন
সিভি ও কাভার লেটার যদি ভালো না হয় তাহলে চাকরির বাজারে ভালো ইম্প্রেশন ধরে রাখা কঠিনই। কিন্তু চ্যাটজিপিটিতে আপনার জীবনবৃত্তান্ত সঠিকভাবে দিলে আপডেটেড সিভি ও কভার লেটার বানিয়ে নিতে পারবেন।

সৃজনশীলতার সহকারী
সৃষ্টিশীল কিছু করতে চান? তবে অনুপ্রেরণা পাওয়াটা এত সহজ নয়। অনুপ্রেরণার জন্য সাহায্য নিতে পারেন চ্যাটজিপিটির। কোনো একটি বিষয়ে গল্প লিখতে চান তাহলে চ্যাটজিপিটিতে বিষয়টি ইনপুট করেন। সেখান থেকে যেকোনো সৃজনশীল লেখার আইডিয়া নিতে পারবেন। আবার গল্প পড়তে চাইলে যন্ত্র থেকেও তো শোনা যেতে পারে।

জটিল বিষয়ের সহজ ব্যাখ্যা পাবেন
ছাত্রজীবনে অনেক সময় কিছু জটিল বিষয়ের ব্যাখ্যার প্রয়োজন হয়। কিন্তু সেজন্য পর্যাপ্ত বই ঘাঁটাঘাঁটি করার সময় থাকে না অনেকক্ষেত্রে। সেক্ষেত্রে চ্যাটজিপিটির সাহায্য নেওয়া যেতে পারে। চ্যাটজিপিটি ইন্টারনেটের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একটি সহজ উত্তর দিতে পারবে। তবে মনে রাখবেন, চ্যাটজিপিটি শুধু ২০২১ সাল নাগাদ তথ্যই বিশ্লেষণ করতে জানে। তাই সাম্প্রতিক তথ্যও মিলিয়ে নেবেন।
চ্যাটজিপিটি
চাকরির প্রস্তুতি
চাকরির প্রস্তুতির জন্য আপনাকে ইন্টারনেটের সাহায্য নিতেই হয়। এ কাজটিও সহজ হয়ে যাবে চ্যাটজিপিটির মাধ্যমে। সাম্প্রতিক তথ্য খুঁজে পাওয়া থেকে শুরু করে আপনার কি কি নির্দেশনা অনুসরণ করা উচিত, সবই আছে এরমধ্যে।

কম্পিউটার প্রোগ্রামারদের সুদিন
কম্পিউটারে যারা কোডিং করেন তাদের প্রায়শই কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। কোড রান করার পর তা কাজ করছে না। এ জটিলতার সমাধানের জন্য ইউটিউব থেকে শুরু করে ফোরাম সবখানেই যেতে হয়। সেক্ষেত্রে চ্যাটজিপিটি আপনার সময় বাঁচিয়ে দিতে পারে।

অ্যাসাইনমেন্ট ও রিপোর্ট তৈরি
অ্যাসাইনমেন্ট ও রিপোর্ট বানানোর কাজেও চ্যাটজিপিটির জুড়ি নেই। চ্যাটজিপিটি যেহেতু মৌলিক লেখা দেয় তাই আপনাকে বাড়তি চিন্তা মাথায় রাখতে হবে না।

তথ্যসূত্র : মেক ইউজ অব

বহুদিন ধরে নয়, চাঁদের জন্ম মাত্র কয়েক ঘণ্টায়! নতুন তথ্য উঠে এল গবেষণায়