‘জড়িয়ে ধরার সময় আমার অস্বস্তি হচ্ছিল’

অভিনেত্রী শামা সিকান্দার

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী শামা সিকান্দার জানিয়েছেন- একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় আমি খুব অস্বস্তি বোধ করেছিলাম। স্ক্রিপ্টে আলিঙ্গনের দৃশ্য ছিল না; কিন্তু আমার সঙ্গে তাই করা হলো। সুপারস্টারের স্পর্শে কাজ করতে আমার অস্বস্তি বোধ হচ্ছিল।

অভিনেত্রী শামা সিকান্দার

তিনি আরও বলেছেন, ‘আমাকে জড়িয়ে ধরার বিষয়টি শুটিংয়ের স্ক্রিপ্টে ছিল না। আমি বুঝতে পারছিলাম, সুপারস্টার যেভাবেই হোক আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিল। আপনি কিছু লোককে দেখলেই বুঝতে পারেন, সে কী চায়! যখন তিনি আমার সঙ্গে শুটিং করছিলেন, তখন তিনি ওই দৃশ্যটি ইম্প্রোভাইজ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে, তিনি আমাকে গহনাগুলো পরিয়ে দেবেন। গহনা পরানো শেষে যখন তিনি আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন, তখন আমি অনুভব করলাম যে এই স্পর্শে আমার অস্বস্তি বোধ হচ্ছে। আমি আগে কখনো এটা অনুভব করিনি।’

শামা আরও বলেছেন, ‘আমি অনেক লোকের সঙ্গে কাজ করেছি, আমার অনেক ছেলে বন্ধুও আছে, তারা আমাকে কখনো এমনটা অনুভব করায়নি। এটা আমার জন্য খুবই মর্মান্তিক ও অদ্ভুত ছিল। আমি বললাম, লোকটা সুপারস্টার তাহলে কেন এমন করছে? আমি প্রথমবার সেই ব্যক্তির সঙ্গে দেখা করেছিলাম এবং তার একটি মনোভাব ছিল, তার মধ্যে কিছু একটা বিষয় আমার স্বাভাবিক বলে মনে হয়নি। আমি আমার জীবনে কখনো তার সঙ্গে কাজ করব না, এমনকি যদি আমি কোনোদিন বড় তারকা হয়েও যাই, তখনো ওনার সঙ্গে কাজ করব না।’

ঐশ্বরিয়াকে নিয়ে কটাক্ষ, যা বললেন অভিনেত্রী

শামা একটি বড় সিনেমার কাজ শুরুর অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, শুটিং ফ্লোরে আমার মেকআপ করা শেষ হয়ে গিয়েছিল, শেষ মুহূর্তে আমাকে বলা হয়েছিল শুটিং বাতিল। আমার পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে। অভিনেত্রী বলেছেন, ‘শেষ মুহূর্তে যখন আমাকে বাতিল করা হলো তখন অবাক হয়ে সারারাত কেঁদেছি।’