জড়িয়ে ধরা এই যুবক কি পার্নোর জীবনে নতুন প্রেম!

পার্নো মিত্র

টলিপাড়ায় পরিচিত মুখ পার্নো মিত্র। টিভি সিরিয়াল দিয়ে পার্নো তার অভিনয় ক্যারিয়ার শুরু করলেও খুব শিগগিরই অভিনেত্রী বড় পর্দায় অভিষেক করে নিজের অভিনয়ের মাধ্যমে মন জয় করে নেন ভক্তদের।

পার্নো মিত্র

কিন্তু সিঙ্গেল অভিনেত্রীদের মধ্যে পার্নোর নাম সবার আগেই রয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলাসা না করলেও সম্প্রতি একটি ছবিকে ঘিরে পার্নোর সম্পর্কে জড়ানো নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে।

অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। যেখানে পোষ্য সারমেয়কে আদর থেকে শুরু করে রয়েছে খাওয়া-দাওয়ার ছবি। আর এসব ছবির মধ্যেই একটি ছবিতে চোখ আটকে গেছে সকলের।

এক রেস্তোরাঁতে রহস্যময় পুরুষের বাহুলগ্না পার্নো। সেই পুরুষই সেলফিটা নিয়েছেন। সুদর্শন সেই পুরুষের পরিচয় কী তা এখনও জানা যায়নি। তবে ছবি দেখে মনে হচ্ছে পার্নোর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। তবে কি এবার প্রেমে পড়লেন জনপ্রিয় এই অভিনেত্রী?

এর আগেও পার্নো একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন আর তা নিয়ে চর্চা কম হয়নি। রাইমা সেনের মাধ্যমেই পার্ণোর জীবনে একসময় প্রেম এসেছিল।

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, পার্ণোর প্রেমিকের নাম ছিল রনি দেব। তিনি এক রাজনৈতিক পরিবারের সন্তান। রাইমা ও রনি দীর্ঘদিনের বন্ধুত্ব বলে জানা যায়। সেই সূত্র ধরেই পার্ণোর সঙ্গে রনির পরিচয় হয়। রনি পেশায় হোটেল ব্যবসায়ী। ২০১৮ সালের দুর্গাপুজা থেকে রনি ও পার্ণোর ঘনিষ্ঠতা বাড়ে। শহরের একাধিক জায়গায় সেই সময় দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। তবে হঠাৎই সেই সম্পর্ক ভেঙে যায়।

parno

এর আগে পার্ণোর সঙ্গে নাম জড়ায় পরিচালক মৈনাক ভৌমিকেরও। কিন্তু তারা বরাবরই নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন। এরপর অবশ্য পার্নোর নাম আর কারোর সঙ্গে জড়ায়নি। নিজের ক্যারিয়ার দিকেই এখন মনোযোগ দিয়েছেন তিনি।

২০০৭ সালে অভিনয় জীবন শুরু করেছিলেন পার্নো। টিভির পর্দায় সম্প্রচারিত ‘খেলা’ ধারাবাহিকে তাকে ইন্দিরার চরিত্রে দেখা যায় প্রথম। তিনিই ছিলেন সিরিয়ালের নায়িকা।

তারপর ‘মোহনা’ সিরিয়ালেও মোহনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন। ‘সময়’, ‘বউ কথা কও’-এর মতো সিরিয়ালেও দক্ষতার সঙ্গে পারফর্ম করেছেন পার্নো।

তারপর আসে তার বড় পর্দার ব্রেক। অঞ্জন দত্তর ‘রঞ্জনা তুমি আর আসবে না’ ছবিতে রঞ্জনা ছিলেন পার্নোই। তিনটি জাতীয় পুরস্কার পেয়েছিল সেই ছবি।

এরপর ‘অপুর পাঁচালি’, ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি মোর’, ‘একলা আকাশ’, ‘গ্ল্যামার’, ‘ভীতু’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘রাজকাহিনী’, ‘দ্য ক্লে বার্ড’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘বালিঝড়’, ‘আহারে মন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

আমার ছেলে আর আমি বন্ধু : শ্রাবন্তী

২০২১ সালে ভারতীয় জনতা পার্টির হয়ে বিধাননগর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন পার্নো। তবে তিনি তৃণমূলের তাপস রায়ের বিপক্ষে লড়ে হেরে গিয়েছিলেন ৩৫,১৪৭ ভোটে।