জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণকে সঙ্গে না নিয়ে কোনো কাজ করা হবে না। ইনসাফ ও কোরআনের আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দলটি সমাজের সব অংশীজনের সম্মান নিশ্চিত করবে।
গতকাল (২ ডিসেম্বর) মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় শফিকুর রহমান বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে সমাজের প্রতিটি সদস্যের মর্যাদা রক্ষা করা হবে। আমরা একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। যারা দুর্নীতিতে জড়িত, তারা কখনো মানসিক শান্তি পায় না। দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবার জন্য শান্তি নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, একমাত্র ইসলামই পৃথিবীতে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করেছে। পাশাপাশি কিছু চিকিৎসক জনগণের সঙ্গে প্রতারণা করছেন এবং অবৈধ সুবিধা নিচ্ছেন উল্লেখ করে বলেন, “বাংলাদেশি চিকিৎসকদের হালাল পন্থায় বেঁচে থাকার যথেষ্ট সুযোগ রয়েছে।”
শফিকুর রহমান দেশের ওষুধশিল্পের অগ্রগতির প্রশংসা করেন। একসময় বিদেশিদের ওপর নির্ভরশীল থাকা বাংলাদেশ এখন বহু দেশে ওষুধ রপ্তানি করছে।
তিনি শেষ করেন, “জনগণকে অন্ধকারে রাখা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে, ন্যায় ও কোরআনের ভিত্তিতে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



