পুলিশকে রাজনৈতিক দলের স্বার্থে কাজ না করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলের নেতাদের তেলবাজি করবেন না, নিজেকে কোনো দলের কর্মী ভেবেও কাজ করবেন না। মনে রাখবেন, পেশীশক্তি দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, পুলিশের সব কার্যক্রম হবে জনস্বার্থে ও আইন অনুযায়ী। রাজনৈতিক দলের কাছাকাছি গেলে নির্বাচনের পর সেই সম্পর্ক কোনো কাজে আসবে না বলেও সতর্ক করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন যার কাছে যত তেল আছে, সেটা রিজার্ভ করে রাখুন। জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। তবেই পুলিশ প্রকৃত অর্থে মানুষের আস্থা অর্জন করতে পারবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।