আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি। দেশটির জনগণের অর্থনৈতিক সংকটের কারণে তাদের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী জিউসেপ কন্তে। লকডাউন শেষ হলে নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতিও দেন তিনি।
শুক্রবার এক ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন জিউসেপ কন্তে। পোস্টে তিনি স্বীকার করেন যে, ইতালির বিপদগ্রস্ত পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সহায়তায় বরাদ্দ ৫০ বিলিয়ন ইউরো দিতে অনেক দেরি করছে তার সরকার।
কন্তে বলেন, আমি ইতালি সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এছাড়া আপনাদের আশ্বাস দিচ্ছি যে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব অর্থ প্রদান এবং অর্থায়ন সম্পন্ন করার জন্য চাপ অব্যাহত রাখবো।
পোস্টে তিনি আরো লেখেন, লকডাউনের কারণে অনেকেই চাকরি নিয়ে উদ্বিগ্ন। আমি আপনাদের অনেকেরই চিঠি পড়েছি এবং আপনাদের জায়গায় আমি নিজেকে ভেবেছি। এই পরিস্থিতিতে আপনারা কী অবস্থায় আছেন সেটি পুরোপুরি অনুভব করেছি আমি।
তবে লকডাউন শিথিলের পর সামাজিক দূরত্ব না মানলে সব কষ্ট বৃথা যাবে বলেও মন্তব্য করেন কন্তে।
সূত্র- আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।