জনপ্রশাসন মন্ত্রণালয়ে বরাদ্দ ৫২৫৭ কোটি টাকা

জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয়জুমবাংলা ডেস্ক :  জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়নে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বরাদ্দ ৪ হাজার ১৩৭ কোটি এবং উন্নয়নে ১ হাজার ১২০ কোটি টাকা।

চলতি অর্থ বছরে এ মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ৫ হাজার ১৩২ কোটি টাকা। সে হিসাবে জনপ্রশাসনে এবার বরাদ্দ বেড়েছে ১২৫ কোটি টাকা। তবে মুদ্রাস্ফীতির হিসেবে এ বরাদ্দ চলতি বছরের তুলনায় কম। কারণ মুদ্রাস্ফীতি বেড়েছে প্রায় ১০ শতাংশ। কিন্তু বরাদ্দ বেড়েছে মাত্র ২ দশমিক ৩৮ শতাংশ।

বৃহস্পতিবার (৬ জুন) বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, আমাদের সরকার একটি নাগরিককেন্দ্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞানভিত্তিক, কল্যাণমুখী, উপাত্তনির্ভর, স্বয়ংক্রিয় এবং সমন্বিত দক্ষ স্মার্ট প্রশাসন গড়ার মাধ্যমে জনগণকে উন্নত ও মানসম্মত সেবা প্রদান এবং সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

তিনি বলেন, আমরা মেধার ভিত্তিতে নিয়োগের মাধ্যমে দক্ষ, উদ্যোগী, তথ্যপ্রযুক্তি নির্ভর, দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চাই। এ ছাড়াও সরকারি কর্মচারীদের মধ্যে জনসেবামূলক আচরণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং তাদের বস্তুনিষ্ঠ কর্মমূল্যায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৯ ধারার আলোকে সরকারি কর্মচারীদের বস্তুনিষ্ঠ কর্মমূল্যায়নের উদ্দেশ্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক খসড়া ‘কর্ম মূল্যায়ন বিধিমালা ২০২৪’ প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। ‘সরকারি চাকরি (সংশোধন) আইন ২০২৩’, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) গঠন ও ক্যাডার আদেশ ২০২৪’ ইত্যাদি আইন/ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি-GEMS (Government Employee Management System) শীর্ষক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই কার্যক্রম বাস্তবায়িত হলে প্রায় ১৯ লাখ সরকারি কর্মচারীর একটি নির্ভরযোগ্য ও গতিশীল স্মার্ট তথ্যভাণ্ডার তৈরি হবে এবং এর মাধ্যমে সরকারি কর্মচারীদের ক্যারিয়ার প্ল্যানিং, পদায়ন, পদোন্নতি ইতাদি সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হবে।

এদিকে বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি দেশের ৫৩তম ও আওয়ামী লীগ সরকারের ২৫তম বাজেট। গতবারের তুলনায় ৩৬ হাজার কোটি টাকা বেশি ধরা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে। ‘সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’ শীর্ষক বাজেটের আকার ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা।

এবারের বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে ৪ দশমিক ৬ শতাংশ। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় বাজেটের আকার ৪.৬২ শতাংশ বাড়ানো হয়েছে।

বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৪০০ কোটি টাকা।

প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়ছে ৪ হাজার ৯৭ কোটি টাকা