Advertisement
স্পোর্টস ডেস্ক : এবার আর কোন গুঞ্জন বা বিতর্ক নয়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের সঙ্গে দারুণ কিছু সময় কাটানোর মুহূর্ত প্রকাশ্যে আনলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
বিশেষ করে গত বছরের শেষ দিকে মেহজাবিনের সঙ্গে কাটানো একটা মুহূর্তের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মিরাজ।
নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা এমন একটি ছবির ক্যাপশনে জাতীয় দলের তরুণ এই ক্রিকেটার লিখেছেন, ‘মেহজাবিন আপির সাথে কাটানো কিছু দারুণ মুহূর্ত।’
প্রসঙ্গত, ২০১৬ সালে টেস্ট দিয়ে জাতীয় দলে নাম লেখান মিরাজ। সে থেকে এখন পর্যন্ত দেশের হয়ে ২২ টেস্টে অংশ নিয়ে ঝুলিতে পুরেছেন ৯০ উইকেট।
সাদা পোশাকের ক্রিকেটের পাশাপাশি একদিনের ক্রিকেটেও তার পারফরম্যান্স মন্দ না। অদ্যাবধি ৩৮ ওয়ানডে খেলে ৩৭ উইকেট শিকার করেছেন মিরাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।