আন্তর্জাতিক ডেস্ক : জনসভায় প্রকাশ্যে মসলিমদের হুমকি দিয়ে বেড়াচ্ছেন বিজেপি নেতা সোমশেখর রেড্ডি। তিনি কর্নাটক রাজ্যের বেল্লারির বিধায়ক।
সম্প্রতি বেল্লারির একটি জনসভায় রেড্ডি বলেন, ‘সাবধান হয়ে যান, কারণ আমরা দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ। তোমরা মাত্র ১৫ শতাংশ। তোমরা সংখ্যালঘু। এ দেশে থাকতে গেলে বুঝে শুনে পা ফেলতে হবে।’ খবর এনডিটিভি
তিনি বলেন, ‘যারা বিক্ষোভ করছেন, তাদের সতর্ক করে দিতে চাই। সবে পাঁচ মাস হল ক্ষমতায় এসেছি। বেশি নখরা (নাটক) করবেন না। আমরা যদি আসল মূর্তি ধারণ করি, তা হলে আপনাদের কী হবে বুঝতে পারছেন নিশ্চয়ই!’
সম্প্রতি বেঙ্গালুরু দক্ষিণের সংসদ সদস্য তেজস্বী সূর্য এই আইনের বিরোধিতাকারীদের ‘পাংচারওয়ালা’ বলে মন্তব্য করেন। সেই প্রসঙ্গ টেনে এনে বিজেপির এই নেতা বলেন, ‘তেজস্বী সূর্য ঠিকই বলেছেন। এই প্রতিবাদকারীদের বেশিরভাগই পাংচারওয়ালা এবং মূর্খ, তাদের যা বলা হয় তাই বিশ্বাস করে নিচ্ছেন।’ বিরোধী দল কংগ্রেস মানুষের মনকে ‘দূষিত’ করছে বলেও দাবি করেন তিনি।
নাম উচ্চারণ না করেই পাকিস্তানের দিকে ইঙ্গিত তুলে সোমশেখর বলেছেন, ‘এটা আমাদের দেশ। ওদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, সেখানে থাকতে গেলে তাদের কথা মতো চলতে হবে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ভারতেও এই রকম পরিস্থিতি ডেকে আনবেন না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। সমালোচনাও করছেন অনেকেই। এরই মধ্যে রাজ্যের রায়চূড়ের সদর বাজার থানায় এই নেতার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের হয়েছে। তবে এ নিয়ে রাজ্য সরকার বা বিজেপি কোন মন্তব্য জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।