বিনোদন ডেস্ক : জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। ভিলেন হিসেবে প্রায় ৯০০ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। আজ তার জন্মদিন।
দিনটি উদযাপন, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন মিশা
আজকের দিনটি কীভাবে কাটাবেন?
মিশা সওদাগর: আমি বর্তমানে আমেরিকাতে আছি, স্ত্রী সন্তানের সঙ্গে অবকাশ যাপন করতে। আজকের দিনটি অন্য দিনের মতোই কাটাব। মসজিদে নামাজ পড়ব। আল্লাহর কাছে দোয়া চাইব, ক্ষমা চাইব। তারপর বিকালে হয়তো কোথায়ও ঘুরতে যাব পরিবার নিয়ে।
জন্মদিন আপনার কাছে কি বিশেষ কোনো অনুভূতির সঞ্চার করে?
মিশা সওদাগর: জন্মদিন উৎসব করে পালন করা আমাদের সংস্কৃতি নয়, তাই বিশেষ কিছু করার বোধ করছি না। বয়সের খাতায় একটি বছর নতুন করে যোগ হল, যা আর ফিরে আসবে না। তাই আল্লাহতায়লার কাছে হাত তুলে দোয়া চাই যেন আগামী দিনগুলো ভালো থাকি।
আপনাকে প্রায়ই আমেরিকায় যেতে দেখা যায়। ওখানে স্থায়ী হওয়ার চিন্তা করছেন কি?
মিশা সওদাগর: না। আমেরিকায় স্থায়ী হওয়ার কোনো চিন্তা করিনি। তবে আমার, আমার সন্তান ও স্ত্রীর গ্রিন কার্ড আছে। ওরা আমেরিকায় থাকে, আমি বাংলাদেশে। আমার ছয় মাস পরপর আসা-যাওয়া করতে হয়। তা ছাড়া নিজের পরিবারকে সময় দেয়ার জন্য যখন মন চায় চলে আসি সুবিধামতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।