বিনোদন ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত গায়িকা, জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার জন্মদিন আজ। বিশেষ এই দিনে নতুন এক সংবাদ দিলেন তিনি। আগামী ১৩ ডিসেম্বর সিটি ব্যাংকের প্রযোজনায় প্রকাশ হতে যাচ্ছে ‘রুনা লায়লা ফিচারিং লিজেন্ডস ফরএভার’ শিরোনামে তার পাঁচটি গানের ভিডিও।
গানগুলোতে রুনা লায়লার সুরে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের বরেণ্য শিল্পী আশা ভোঁসলে, রাহাত ফতেহ আলী খান, হরিহরণ ও আদনান সামি। সঙ্গে থাকছে তার একটি গানও। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও কবির বকুল। সংগীতায়োজনে ছিলেন রাজা কাশেফ।
এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘পাঁচটি গানের মধ্যে দুটি গানের রেকোর্ডিং হয়েছে লন্ডনে। বাকি তিনটি গান রেকর্ড হয়েছে মুম্বাইয়ে। এর মধ্যে প্রথম গানটি গেয়েছেন হরিহরণ, এরপর আদনান সামি ও আশা ভোঁসলে। আশা করি, বাকি গানগুলোর রেকর্ড দু-এক দিনের মধ্যেই হয়ে যাবে।’
উপমহাদেশের প্রখ্যাত এই গায়িকা আরও বলেন, ‘সুরের বিষয়ে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন আলমগীর সাহেব। তার প্রযোজনা ও পরিচালনায় “একটি সিনেমার গল্প” ছবির জন্যই আমার প্রথম সুর করা। গতকাল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে আমার সুর করা নতুন গান ‘ফেরাতে পারিনি’ প্রকাশ হয়েছে। এই ব্যানার থেকে আমার সুর করা আরও কিছু গান প্রকাশ হবে। এগুলো গেয়েছে আমার মেয়ে তানি লায়লা, আঁখি আলমগীর, হৈমন্তী রক্ষিত ও লুইপা।’
মিউজিক ভিডিও প্রসঙ্গে রুনা জানান, নতুন গানগুলোর ভিডিওর নির্মাণের কাজ চলছে। এগুলো নির্মাণ করছেন শাহরিয়ার পলক। আগামী ১৩ ডিসেম্বর সিটি ব্যাংকের দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে এই গানগুলো প্রকাশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।