বিনোদন ডেস্ক : জন্মদিনেই পপ গায়িকার মুকুটে নয়া পালক। ফের গ্র্যামি জয় শাকিরার। এই নিয়ে চতুর্থবার গ্র্যামি জয় করলেন তিনি। এবার Las Mujeres Ya No Lloran অ্যালবামের জন্য এই পুরস্কার পেলেন শাকিরা। নিজের পুরস্কার ‘অভিবাসী ভাইবোন’দের উৎসর্গ করেন গায়িকা।
শাকিরার হাতে পুরস্কার তুলে দেন জেনিফার লোপেজ। সেই সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা।
পুরস্কার হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। পুরস্কার হাতে বক্তৃতার শুরুতে আমেরিকার ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে বলেন তিনি। এরপর তার পাওয়া পুরস্কার ‘অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করেন শাকিরা।
পপ গায়িকা বলেন, আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি। বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লাস্যময়ী গায়িকা।
পুরস্কার নেয়ার পর পারফর্মও করেন তিনি।যা দেখে স্বাভাবিকভাবেই বাকরুদ্ধ দর্শকরা।
গান লেখা, বেলি ড্যান্স, কোরিওগ্রাফি, রেকর্ড প্রোডিউস, মডেলিং দুনিয়া কাঁপানো শাকিরা। ২০১০ সালে ফিফা ওয়ার্ল্ড কাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মাধ্যমে আমবাঙালির সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। মোহময়ীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় ফুটবল পাগল বাঙালি হদয়। স্পেনের ফুটবলার পিকের সঙ্গে ঘরও বেঁধেছিলেন লাস্যময়ী শাকিরা। যদিও ১১ বছর পর সংসারে ভাঙন ধরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।