বিনোদন ডেস্ক: মাদককাণ্ডে ২৭ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে একের পর এক বিতর্ক উসকে দিচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। সোশ্যাল মিডিয়ায় কখনও প্রতিবাদ করছেন, তো কখনও হাতের তালুতে অশ্লীলবাক্য লিখে নিন্দুকদের মুখে ছাই দিচ্ছেন পরীমনি! আর এবার এই বিতর্কিত অভিনেত্রী যা করলেন, তা শুনে সবাই একেবারে থ!
বিনোদনজগতে পা রাখার পর থেকে ২০ অক্টোবর নিজের জন্মদিনটা বেশ ধুমধাম করেই পালন করেন পরীমনি। সমালোচকরা ভেবেছিল, পরীমনির জীবনে নানা ঝড় আসার পরে হয়তো এবারের জন্মদিনে জাঁকজমকের দিকে খুব একটা ঘেঁষবেন না তিনি। তবে সব জল্পনায় পোনি ঢেলে, পরীমনি প্রকাশ্য়ে জানিয়ে দিলেন জন্মদিনটা প্রতিবারের মতো বড় করেই করবেন তিনি। আর এবার নিজের খরচায় নয়, বরং জন্মদিনের জন্য স্পনসর খুঁজছেন অভিনেত্রী!
পরীমনি বলেন, ‘প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করেও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্মদিন করব। এবার আরও বড় করে উৎসব করব।’
পরী জানান, এবারের ভেন্যুর সাজসজ্জা কেমন হবে, কেমন হবে তার জন্মদিনের পোশাক, এসব নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহেই সিনেমার কাজে যোগ দিয়েছেন পরীমনি। ‘মুখোশ’ ছবির ডাবিংয়ে অংশ নেন। দুই দিন কাজের পর অসুস্থ হয়ে পড়েন। এখন আপাতত বিশ্রামে আছেন তিনি।
তিনি আরও জানান, ‘আর ৪০ মিনিটের ফুটেজের ডাবিং করলেই ‘মুখোশ’ ছবিতে আমার অংশের কাজ শেষ হয়ে যেত। অসুস্থতার কারণে শেষ করতে পারিনি।’
গত ১৯ আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগে গত ১৩ আগস্ট পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যা ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাড়ি থেকে পরীমনি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে এলিট ফোর্স র্যাব। এ সময় পরীমনির বাড়ি থেকে বিভিন্ন মদসহ নানা ধরনের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়।
৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়েছে। ২৭ দিন জেলে থাকার পর ৩১ আগস্ট জামিন পান পরীমনি।-সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।