বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। আজ শুক্রবার (৩০ আগস্ট) তার জন্মদিন। সুন্দর এই দিনের শুভেচ্ছায় ভাসছেন সাইমন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
জন্মদিনে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন বলে জানালেন সাইমন। তিনি বলেন, ‘জন্মদিনে শুভেচ্ছা পেতে কার না ভালো লাগে। এই দিনটা সবার মতো আমারও অন্যরকম লাগে। অনেক শুভেচ্ছা পাচ্ছি সেই রাত থেকেই। কোনো পার্টি বা আনুষ্ঠানিকতা রাখিনি জন্মদিনকে ঘিরে। পারিবারিকভাবেই কাটছে দিনটি।’
জন্মদিনের প্রত্যাশা কী জানতে চাইলে তিনি বলেন, ‘জন্মদিনের প্রত্যাশা আজীবন যেন অভিনয় করে যেতে পারি। দর্শকদের মনের মতো করে নিজেকে পর্দায় তুলে ধরতে পারি। সবার দোয়া ও ভালোবাসা চাই।’
সাইমনের জন্ম কিশোরগঞ্জ জেলা শহরে। পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে এই সুদর্শন নায়কের। ‘সাগর শিকদার’ নামে চলচ্চিত্রের এক জুনিয়র শিল্পীর মাধ্যমে জাকির হোসেন রাজুর সাথে সাইমনের পরিচয় ঘটে। রাজু তাকে নায়ক বানানোর স্বপ্ন দেখান, সেই স্বপ্নে বিভোর হয়ে বারিধারায় একটি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে অভিনয়ের প্রতি মনোযোগী হন সাইমন।
অবশেষে ২০১২ সালের দিকে আনন্দমেলা চলচ্চিত্রের প্রযোজনা ও জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রের নায়ক হিসেবে সাইমনের অভিষেক। তারপর থেকে বাজিমাত করেই চলেছেন তিনি। বিশেষ করে জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবি দিয়ে তিনি আলোচনায় আসেন। পাশাপাশি কেয়া ও মৌসুমি হামিদের বিপরীতে ‘ব্ল্যাকমানি’ ছবিতেও অভিনয় করে প্রশংসিত হন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।