স্পোর্টস ডেস্ক : ডানেডিনের গড় স্কোর ৩০৭ রান। বড় স্কোর করতে সক্ষম দল। এমটাই আশা ছিল রাসেল ডমিঙ্গোর। প্রধান কোচের ভরসার প্রতিদান দিতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে। মাত্র ২ উইকেট হারিয়ে সহজ লক্ষ্য তুলে নিয়েছে নিউ জিল্যান্ড।
ম্যাচের আগে ডমিঙ্গো বলেছিলেন, তিন ফরম্যাটের মধ্যে তার দল সবচেয়ে সেরা ওয়াানডে ক্রিকেটে। এখানেও হতাশ হতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার এই কোচকে যদিও তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেই ৮ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো সফরকারীদের।
শনিবার টস হেরে ব্যাট করতে নামে লাল-সবুজরা। ইউনিভার্সিটি ওভালে ট্রেন্ট বোল্টের তৃতীয় বলেই অসাধারণ একটি ছক্কায় শুরু করেন ইনিংস।
বাংলাদেশের দর্শকরা অনেকেই রাত জেগেছেন। অনেকেই খেলা দেখার জন্য ঘুম থেকে উঠেছিলেন। ভোর চারটার দিকে অধিনায়কের ৩২ তম জন্মদিনে এমন ছক্কা দেখে নিশ্চিত ভেবেছিলেন দিনটা ভালোই যাবে হয়ত।
নিরাশ করেছেন তামিম। ১৬ মিনিট ক্রিজে থেকে ১৫ বলে করেন ১৩ রান। ছক্কার পর একটি চারও আসে তার ব্যাট থেকে। তবে বোল্টের বলেই এলবিডব্লিউ হয়ে বিদায় নেন এই ওপেনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।