
বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর ধরেই নিজেকে নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছেন অভিনেতা দেব! ‘চাঁদের পাহাড়’ হোক কী হালের ‘কবীর’, ‘পাসওয়ার্ড’, ‘সাঁঝবাতি’…প্রতিটা ছবিতেই নিজেকে অন্য অবতারে তুলে ধরছেন এই নায়ক! এবার আরেক নতুন চমক! ছোটদের কথা মাথায় রেখে রূপকথার গল্প ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ বানানো হচ্ছে। দেবের জন্মদিন অর্থাৎ ২৫ ডিসেম্বর মুক্তি পেল এই ছবির ট্রেলার।
‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। এখানে রাজার চরিত্রে দেখা যাবে দেবকে। এখানেই চমকের শেষ নয়! ছবির সেট তৈরির জন্য যোগাযোগ করা হচ্ছে সুপার ডুপার হিট ছবি ‘বাহুবলী’র সেট ডিজাইনারের সঙ্গে। পরিচালক ও নায়ক দু’জনেই মনে করেন, রূপকথার গল্প বানালে সেটে সেই জাঁকজমকটা থাকা জরুরি! শোনা যাচ্ছে, বিগ বাজেটের এই ছবির সিংহভাগই শুট হবে দক্ষিণ ভারতে।
ছবিতে দেব ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়। ছবিতে সঙ্গীত পরিচালনা দিয়েছেন কবীর সুমন।