স্পোর্টস ডেস্ক: করোনা উদ্বেগের মাঝেই জন্মদিনের পার্টি! যেখানে ছিল না কোনও সামাজিক দূরত্বের বিধি নিষেধ। আর তারপরেই মারণ এই ভাইরাসে আক্রান্ত জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি স্প্রিন্টার আপাতত সেল্ফ আইসোলেশনে রয়েছেন।
Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020
শনিবার (২২ আগস্ট) উসাইন বোল্টের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাই বর্তমান সেল্ফ আইসোলেশনে রয়েছেন বিদ্যুৎ মানব। আর এই সংবাদটি নিজেই ভিডিও বার্তায় ভক্তদের জানিয়েছেন তিনি।
জানা গেছে, গেল ২১ আগস্ট ৩৪ তম জন্মদিন সেলিব্রেট করেছেন উসাইন বোল্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সামাজিক দূরত্ব এবং সুরক্ষা বিধির তোয়াক্কা না করেই করোনার মাঝে জনসমাগম। রাতভর চলে বার্থ ডে পার্টি। যেখানে নাকি হাজির ছিলেন ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারও।
Usain Bolt's bday party. No social distance, NO masks! 😳😠 pic.twitter.com/ogqUvk1i9r
— Verna Reid (@verna_reid) August 23, 2020
করোনার মাঝে জন্মদিন সেলিব্রেট করায় বোল্টের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। আর তারপরেই বোল্টের মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই বোল্টের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও কোভিড টেস্ট করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।