জন্মনিয়ন্ত্রণ বড়িতে থাকা হরমোন জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি তৈরি করছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। নরওয়ের গণমাধ্যম এনআরকে (NRK) সোমবার এ তথ্য প্রকাশ করেছে।
নরওয়েজিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়, জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ইস্ট্রোজেনজাত ওষুধে থাকা হরমোন মাছসহ অন্যান্য প্রাণীর প্রজনন প্রক্রিয়ায় অস্বাভাবিকতা সৃষ্টি করে। এতে মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, তারা বিপরীত লিঙ্গের যৌন বৈশিষ্ট্য ধারণ করতে পারে কিংবা অস্বাভাবিকভাবে আগেই প্রজনন পর্বে প্রবেশ করতে পারে। এর ফলে প্রজননচক্রে অরাজকতা দেখা দেয় এবং পুরো ইকোসিস্টেম ভারসাম্যহীন হয়ে পড়ে।
গবেষক ইদা বিয়াথ ওভারইওর্দেত, যিনি আর্কটিক মহাসাগরসহ বিভিন্ন অঞ্চলে গবেষণা করেছেন, বলেন— “জলজ জীবনের জন্য অ্যান্টিবায়োটিক ও হরমোনের অবশিষ্টাংশ সবচেয়ে ক্ষতিকর।”
তিনি আরও জানান, শুধু হরমোনই নয়, সমুদ্রে থাকা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া তৈরিতেও ভূমিকা রাখছে। এ ঝুঁকি শুধু জলজ প্রাণীর জন্য নয়, মানুষের জন্যও বিপজ্জনক।
ওভারইওর্দেত সতর্ক করে বলেন, “আপনি যদি সাগরে সাঁতার কাটার সময় কোনো ক্ষতস্থানে এ ধরনের প্রতিরোধী ব্যাকটেরিয়া প্রবেশ করে, তবে চিকিৎসা কাজ নাও করতে পারে।”
‘লাবুবু’ পুতুলে বিশ্বজুড়ে ঝড়, ৩৮ বছরেই জ্যাক মা’কে ছাড়িয়ে শীর্ষ ধনীদের তালিকায় ওয়াং নিং
তিনি আরও জানান, ঔষধের অবশিষ্টাংশ এখন বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমনকি জনবসতি থেকে বহু দূরের সমুদ্র এলাকাতেও এসব দূষণ পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।