Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home জন্মনিয়ন্ত্রণে রোল মডেল বাংলাদেশ: জার্মান মন্ত্রী
জাতীয়

জন্মনিয়ন্ত্রণে রোল মডেল বাংলাদেশ: জার্মান মন্ত্রী

Shamim RezaNovember 14, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : জন্মনিয়ন্ত্রণে বাংলাদেশকে রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন জার্মান উন্নয়নমন্ত্রী গ্যার্ড ম্যুলার৷ এই সাফল্য থেকে আফ্রিকা শিক্ষা নিতে পারে বলেও মনে করেন তিনি৷ কিন্তু কিভাবে এলো এ সাফল্য?

সম্প্রতি জার্মান রেডিও ডয়েচলান্ডফুঙ্ককে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিকায় জনসংখ্যার বিস্ফোরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ম্যুলার৷ খবর ডয়চে ভেলের।

এসময় নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিশু স্বাস্থ্যে জোর দেয়ার পরামর্শও দেন তিনি৷

জন্মহার কমিয়ে আনায় বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের কথা এসময় উল্লেখ করেন তিনি৷ গত পাঁচ দশক ধরে ১৬ কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি এক্ষেত্রে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি৷

ম্যুলার বলেন, ‘‘বাংলাদেশ ৫০ বছরে নারীদের সন্তান জন্মদানের হার মাথাপিছু সাত থেকে দুই দশমিক একে নামিয়ে এনেছে৷ এই হার প্রায় ইউরোপের সমান৷ নারীর আত্মনিয়ন্ত্রণ ও সম অধিকার এবং নারীশিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন বিশাল পার্থক্য গড়ে দিতে পারে৷”

দীর্ঘমেয়াদী পরিকল্পনা
১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর দ্রুত বাড়তে থাকা জনসংখ্যায় লাগাম টানতে বাংলাদেশ পরিবার পরিকল্পনার নানা প্রকল্প হাতে নেয়৷ স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় প্রতিটি মানুষের সচেতনতা বাড়াতে কাজ শুরু করে সরকার৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনমিতি বিভাগের অধ্যাপক আমিনুল হক বলেন, ‘‘পরিবার পরিকল্পনায় বাংলাদেশ ব্যাপক হারে বিনিয়োগ করেছে৷ স্থানীয় স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে যেকোনো দম্পতি পরিবার পরিকল্পনার তথ্য পেতে পারেন৷’

বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান বলছে বাংলাদেশে নারীদের সন্তান জন্মদানের হার ১৯৭১ সালে ছয় দশমিক নয় থেকে ২০১৭ সালে দুই দশমিক শূন্য ছয়ে নেমে এসেছে৷

অসাধ্য সাধন
১৬ কোটি জনসংখ্যার দেশটিতে ৯০ শতাংশেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী৷ রক্ষণশীল এ দেশে ১৯৭০ এবং ৮০ এর দশকে বিশেষ করে গ্রামাঞ্চলে বিবাহিত নারীদের সঙ্গে পরিবার পরিকল্পনা নিয়ে কথা বলা খুবই দুরুহ কাজ ছিল৷ কিশোরগঞ্জে মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘‘আমাদের তখন ধর্মীয় নেতাদের বাধার সম্মুখীন হতে হতো৷ পরিবারের পুরুষেরা আমাদের কাছ থেকে নারীদের দূরে রাখতে সব ধরনের চেষ্টা করতেন৷’

তিনি বলেন, ‘‘কিন্তু এরপর সরকার হিন্দু, মুসলিম এবং অন্য ধর্মের নেতাদেরও পরিবার পরিকল্পনায় শিক্ষা দেয়া শুরু করলো, তাদেরকেও এই ক্যাম্পেইনে যুক্ত করা শুরু করলো৷ এক পর্যায়ে তারাও ছোট পরিবারের ভালো দিকগুলো বুঝতে শুরু করলেন৷” শিক্ষার প্রসারকেও এক্ষেত্রে বড় সহায়ক বলে মনে করেন সাইদুর৷

বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন চ্যানেল এক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে৷ যেসব জায়গায় পরিবার পরিকল্পনা কর্মীরাও পৌঁছাতে পারেননি, সেখানেও নানা ধরনের প্রচার চালিয়ে কম সন্তান নেয়ার ভালো দিকগুলো তুলে ধরেছে গণমাধ্যম৷

পাশাপাশি স্বাস্থ্যসেবায় উন্নতির ফলে ধীরে ধীরে শিশুমৃত্যুর হার কমেছে৷ এর ফলে, নানা রোগে সন্তানের মৃত্যুর আশঙ্কা কমে যাওয়ায় কম সন্তান নেয়ার ব্যাপারে আগ্রহী হয়েছে পরিবারগুলো৷

বিনামূল্যে জন্মনিরোধক
দশকের পর দশক ধরে নারীদের বিনামূল্যে জন্মনিরোধক দিয়ে আসছে বাংলাদেশ সরকার৷ নিয়মিত জন্ম নিরোধক বড়ি বাংলাদেশে নারীদের মধ্যে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে৷ তবে পুরুষদের মধ্যে এখনও জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণে বেশ অনাগ্রহ রয়েছে৷

সাইদুর রহমান বলেন, ‘‘৪০ শতাংশেরও বেশি নারী নিয়মিত বড়ি সেবন করেন৷ অন্য প্রক্রিয়ার চেয়ে পার্শ্বপ্রতিক্রিয়া কম থাকায় এটিই নারীরা বেশি পছন্দ করেন৷”

নারীদের আরো উদ্বুদ্ধ করতে সরকারের নানা ধরনের সহযোগিতার কথাও জানান সাইদুর৷ ‘‘যারা দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে চান, তাদের নিরোধক ও স্বাস্থ্যসেবা পুরোপুরি বিনামূল্যেই দেয়া হয়৷ পাশাপাশি আমরা প্রয়োজনে তাদের অর্থ সহায়তা ও উপহারও দিয়ে থাকি৷

গ্রামের নারীদের সচেতনতাও এখন অনেক বেড়েছে উল্লেখ করে সাইদুর জানান, ‘‘অনেক রক্ষণশীল পরিবারের নারী তাদের স্বামীকে না জানিয়েই জন্ম নিরোধক বড়ি সেবন করে থাকেন৷”

পরবর্তী পরিকল্পনা
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফ জার্মান মন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন৷ বাংলাদেশ যেকোনো দেশকে এ বিষয়ে সহায়তা করতে রাজী বলেও জানান তিনি৷ তিনি জানান, ২০২১ সালের মধ্যে জন্মহার দুইয়ে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের৷

কিন্তু পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান বলছেন, গত কয়েক বছরে এই প্রক্রিয়া কিছুটা ধীর লয়ে চলছে৷ তিনি বলেন, ‘‘বিশাল সাফল্যের পর আমরা আত্মসন্তুষ্টিতে ভুগছি৷ আমাদের সার্বিক কার্যক্রমের গতি কমে গেছে৷ ২০২১ সালের লক্ষ্যে পৌঁছুতে আমাদের কাজে গতি বাড়াতে হবে৷”

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় জন্মনিয়ন্ত্রণে জার্মান বাংলাদেশ মডেল মন্ত্রী রোল
Related Posts

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

December 27, 2025

পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক খোলা আজ

December 27, 2025
নতুন বার্তা

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের নতুন বার্তা

December 27, 2025
Latest News

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক খোলা আজ

নতুন বার্তা

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের নতুন বার্তা

পুশইন

আরও ১৪ জনকে পুশইন করল বিএসএফ

তারেক রহমান আজ ওসমান হাদির কবর জিয়ারতে যাবেন

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই উপজেলায়

বিচার দাবি

শহীদ ওসমান হাদির বিচার দাবিতে সকালেও শাহবাগে অবস্থান

যা লিখলেন

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে যা লিখলেন তারেক রহমান

স্মৃতিসৌধ পরিষ্কার

রাতেই জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

শীত

দেশজুড়ে কনকনে শীত, তাপমাত্র কমবে আরও পাঁচ দিন

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.