Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : শিশুটি জন্ম থেকেই বধির ছিল। কানে হিয়ারিং এইড লাগানোর পর প্রথম যখন সে মায়ের কণ্ঠ শুনতে পেল। মুহূর্তে পাল্টে গেল প্রতিক্রিয়া। খুশিতে উচ্ছ্বল হয়ে উঠল শিশুটি। খরবল করে উঠল হাসিতে।
শিশুটির নাম জর্জিয়া এডিসন। তার বয়স চার মাস। জন্ম থেকে সে ছিল বধির। জন্মের সপ্তাহখানেক পর তার মা-বাবা তাকে হিয়ারিং এইড পরান।
তার বাবার নাম পল, মা লুইস। দুজনই ব্রিটিশ। প্রতিদিন সকালে তারা মেয়ের কানে হিয়ারিং এইড গুঁজে দেন আর প্রতিক্রিয়া দেখেন। আন্তর্জাতিক মাধ্যমে বেশ সাড়া জাগায় ভিডিওটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।