‘জন্মভূমিতে আর নাও ফিরতে পারেন মেসি’

মেসি

‘জন্মভূমিতে আর নাও ফিরতে পারেন মেসি’

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার রোজারিওর লাভালে অবস্থিত লিওনেল মেসির শ্বশুর-শাশুড়ির মালিকানাধীন একটি সুপার মার্কেটে হামলার ঘটনা ঘটেছে। খাবারের দোকান ‘ইউনিকো’র শাটার এবং সামনের দরজায় ১৪টি গুলি চালায় বন্দুকধারীরা। হামলাকারীরা একটি চিরকুটে মেসির উদ্দেশ্যে রেখে যান হুমকিবার্তাও।

যেখানে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিন একজন মাদক ব্যবসায়ী। সে তোমার দেখাশোনা করবে না।’
মেসি
এ ঘটনার প্রেক্ষিতে বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় মেসি আর্জেন্টিনায় নাও ফিরতে পারেন মন্তব্য করেছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ গ্যাব্রিয়েল হেইঞ্জ। তার ভাষ্য, ‘এমন হুমকি মেসি এবং তার পরিবারকে নিজ দেশ থেকে দূরে সরিয়ে দিয়েছে।’

২০০৫ থেকে ২০১০ পর্যন্ত মেসির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছিলেন গ্যাব্রিয়েল হেইঞ্জ। মেসির পরিবারের উপর হামলা এবং চিরকুটের হুমকি দেয়ার ঘটনায় ক্ষুব্ধ সাবেক আলবিসেলেস্তে তারকা। তিনি বলেন, ‘লিও আর্জেন্টিনায় ফিরতে চায়। কিন্তু একদল মাদক পাচারকারীর হুমকি রোজারিও তারকাকে ভাবতে বাধ্য করবে। এটাই স্বাভাবিক।’

আর্জেন্টিনার ক্ষমতাসীন পেরোনিস্ট জোটের বিরোধী বাম রাজনীতিবিদ জাভকিন। হামলার পর মেয়র জাভকিন রোজারিওতে সহিংসতা বৃদ্ধি, শহরে পুলিশের ঘাটতি এবং সুরক্ষার অভাব সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে অপরাধী চক্রের পাশাপাশি ফেডারেল নিরাপত্তা কর্মকর্তাদের উপরও হামলায় জড়িত থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন।

গোলের নতুন এক ইতিহাস গড়লেন এমবাপ্পে