মার্কিন সংবাদমাধ্যমগুলির দাবি, ১৯৯২-র ২২ এপ্রিল ওই ভ্রূণটি সংগ্রহ করা হয়েছিল। তরল নাইট্রোজেনে মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেখে ভ্রূণটিকে হিমায়িত করা হয়। চলতি বছরে ভ্রূণটি ব্যবহার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু কোনও মহিলাই এত দিনের পুরনো ভ্রূণের মাধ্যমে গর্ভধারনে রাজি ছিলেন না। শেষে এগিয়ে আসেন ব়্যাচেল রিজওয়ে নামে এক মার্কিন গৃহবধূ। কিন্তু চার সন্তানের জননী ব়্যাচেল আদৌ এই ধকল নিতে পারবেন কিনা তা নিয়েও সন্দিহান ছিলেন চিকিৎসকরা। সেই কারণে এক মাস ধরে চলে তাঁর শারীরিক পরীক্ষা। পুরোপুরি নিশ্চিত হওয়ার পর হিমায়িত ভ্রূণটি ব্যবহার করেন চিকিৎসকরা। চলতি বছরের অক্টোবরে যমজ শিশুর জন্ম দেন ব়্যাচেল রিজওয়ে।
জন্মের সঙ্গে সঙ্গে ওই যমজ শিশুর নাম ঠিক করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। একজনের নাম লিডিয়া অ্যান এবং অপর জনের নাম টিমথি রোনাল্ড রাখা হয়েছে। বর্তমানে কড়া পর্যবেক্ষণে রয়েছে ওই দুই শিশু। ১৬ বছর পর্যন্ত এই যমজের উপর নজর রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হিমায়িত ভ্রূণ থেকে সন্তানের জন্ম দেওয়ার পর ব়্যাচেলের স্বামী বলেন, “এটা বড় অদ্ভূত ঘটনা। ভ্রূণ সংগ্রহের হিসেব ধরলে লিডিয়া ও টিমথি আমার থেকে মাত্র পাঁচ বছরের ছোট। এটাতে আমি খুব মজা পেয়েছি। ওদের বড় হয়ে ওঠা উপভোগ করব।”
মার্কিন প্রশাসন সূত্রে খবর, এর আগে সবচেয়ে বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ থেকে সন্তান জন্মের রেকর্ড ছিল মলি গিবসনের। ২৭ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত হিমায়িত ভ্রূণ থেকে দেড় হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে আমেরিকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।