জুমবাংলা ডেস্ক : স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশক আহম্মদ খন্দকারের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম।
তিনি বলেন, পাঁচদিনের রিমান্ড শেষে জাকারিয়া নোমান ফয়েজীকে আদালতে হাজির করা হয়। সেখানে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় সম্পৃক্ততার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এর আগে, বৃহস্পতিবার রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করেন এক নারী। মামলার পর শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
বুধবার বিকেলে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। হাটহাজারী থানার সহিংসতার তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে হাটহাজারী মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতের নেতাকর্মীরা। ওই মিছিল থেকে প্রথমে হাটহাজারী থানায় এবং পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিস ও ডাক বাংলোতে হামলা-ভাঙচুর চালান তারা।
এসব ঘটনায় ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় ছয়টি মামলা হয়। পরে ২২ এপ্রিল হেফাজতের বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীকে প্রধান আসামি করে আরো দুটিসহ মোট তিনটি মামলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।