আন্তর্জাতিক ডেস্ক: জব্দ করা রাশিয়ার অর্থ ইউক্রেনকে সহায়তা প্রদানে ব্যবহার শুরু করতে যুক্তরাষ্ট্র সরকারকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যার্টনি জেনারেল মেরিক গারল্যান্ড।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন অ্যার্টনি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ‘আজ আমি ঘোষণা করছি যে, ইউক্রেনে কাজে লাগানোর জন্য বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদ এই প্রথমবারের মতো স্থানান্তর করার অনুমোদন দিয়েছি।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রায় এক বছর পর ওয়াশিংটনে গারল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এমন ঘোষণা আসে।
তিনি আরো বলেন, এপ্রিলে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়ার অন্যতম ধনাঢ্য ব্যক্তি কনস্ট্যান্টিন মালোয়েভের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ থেকে এ অর্থ আসবে।
গারল্যান্ডের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়, ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এ অর্থ মার্কিন পররাষ্ট্র দপ্তরে যাবে।
এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কোস্টিন বলেন, বাজেয়াপ্ত করা ৫৪ লাখ ডলার মূল্যের সম্পদ ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগানো হবে।
তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘রাশিয়ার ধনাঢ্য ব্যক্তিদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নতুন আইন দেখে আমি আনন্দিত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।