কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ফিন ফেস্ট। সোমবার সকালে বেলুন উড্ডয়ন ও কেক কাটার মাধ্যমে এই ফিন ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
সকাল ১০.৩০ টায় এই ফিন ফেস্টের উদ্বোধন শুরু হয়। উদ্বোধনের শুরুতে উপাচার্যের উপস্থিতিতে কেক কাটেন উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। কেক কাটার পর উদ্বোধনী বেলুন উড্ডয়ন করা হয়। বেলুন উড্ডয়নের পর জমকালো র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফেরদৌস জাহান, সহকারী অধ্যাপক এমদাদুল হক, সহকারী অধ্যাপক নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক সুতপা চৌধুরী এবং প্রভাষক ফাহাদ জিয়া, প্রভাষক আল আমিন, প্রভাষক মোঃ মঞ্জুর হোসাইন, প্রভাষক তমা সাহা৷
দুই দিন ব্যাপী এই ফিন ফেস্টের আয়োজন করা হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে। উক্ত অনুষ্ঠানে সকাল ১০.৪৫ মিনিটে পিঠা উৎসব ও দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও থাকছে থিম সং এর পারফরম্যান্স, ফ্ল্যাশ মব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।