স্পোর্টস ডেস্ক: তাকে জমকালো বিদায়ী সংবর্ধনা দেওয়া হোক, সেটা চাননি যুবরাজ সিং। তবে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক ভেবেছিলেন, প্রাপ্য সম্মান অন্তত পাবেন। যদিও ক্যারিয়ারের শেষ লগ্নে বোর্ড তার প্রতি অপেশাদার মনোভাব দেখিয়েছিল বলে তোপ দাগলেন যুবি।
একটি সাক্ষাৎকারে ভারতের অন্যতম সেরা সাবেক অলরাউন্ডার যুবরাজ বলেছেন, আমি নিজেকে কিংবদন্তি মনে করি না। আমি খুব সততার সঙ্গে খেলেছি। তবে টেস্ট ক্রিকেট বড় একটা খেলিনি। কিংবদন্তি তারা যাদের টেস্ট ক্রিকেটে দারুণ রেকর্ড। কাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে সেটা বোর্ড ঠিক করবে। তবে ক্যারিয়ারের শেষ দিকে বোর্ডের কাছে যে আচরণটা পেয়েছি তা অপেশাদার। এর আগে হরভজন সিং, বীরেন্দ্র শেওয়াগ, জহির খানদের মতো বড় মাপের ক্রিকেটারদের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছে বোর্ড। অতীতেও এটা দেখেছি, আর তাই আমি খুব একটা অবাক হইনি।
প্রসঙ্গত, ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০৪টি ওয়ানডে, ৪০টি টেস্ট ও ৫৮টি টি-টোয়েন্টি খেলে ১১ হাজারেরও বেশি রান করেছেন যুবরাজ। সেইসঙ্গে উইকেট শিকার করেছেন ১৪৮টি। এছাড়াও ২০১১ সালের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরাও হয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।