জুমবাংলা ডেস্ক : শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজ পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সেনা সদস্যকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। নিহত সেনা সদস্য ওয়াসিম শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নিহতে চাচা আব্দুস সালাম (৬০) ও তার ছেলে রঞ্জু (২৬) এ নৃশংস হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন চাচা আ. সালাম গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। কয়েকদিন পূর্বে ওই সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন।
আজ সোমবার সকালে ওয়াসিম তাদের খেতে ধান কেটে বাড়ি যাবার সময় তার চাচা আ. সালাম ও জেঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমকে গলায় কোপ দেয়। পরে আহত ওয়াসিমকে আত্মীয়স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ সেনা সদস্যদের নিয়ে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ছুটে যান এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান। ঘটনার পর থেকেই নিহতের চাচার বাড়ির সকল লোক পলাতক রয়েছে।
শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মৃতদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।