স্পোর্টস ডেস্ক : আফগান ইনিংসের শেষের দিকে মাহমুদউল্লাহর বলে মুজিব উর রহমানের একটি অসাধারণ ক্যাচ নিয়েছেন বদলি ফিল্ডার মাহমুদুল হাসান জয়।
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই আজ সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। লিটনের সেঞ্চুরি আর মুশফিকের ৮৬ রানে ৩০৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। জয় এসেছে ৮৮ রানে। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসে দেখেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে জয়ের সেই ক্যাচের প্রশংসা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘আমি জানি আপনারা সকলেই খুশি, সারা দেশের মানুষই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে খেলার জন্য ৫ বার ফোন করেছেন। আপনি চিন্তা করতে পারেন? টিভির সামনে সারাক্ষণ বসেছিলেন তিনি।’
বিসিবি সভাপতি বলেন, ‘প্রথমে যখন খেলা শুরু হলো তখন প্রধানমন্ত্রী বলেছেন খুব ভালো খেলছে। তারপর লিটনের সেঞ্চুরির পর কনগ্রাচ্যুলেট করলেন লিটন-মুশফিক দুজনকেই। শেষে বললেন যে ক্যাচটা ধরল জয়, ওকে পুরস্কার দিতে হবে। এতো সুন্দর ক্যাচ ধরেছে সে। পুরো খেলাটা প্রধানমন্ত্রী দেখেছেন এবং উপভোগ করেছেন। এতে আমরা অত্যন্ত খুশি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।