নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ১০ দফা দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ এবং ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের ও সর্বস্তরের জনগণ।
সোমবার (২১ অক্টোবর) সকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এবং সর্বস্তরের ছাত্র-জনতার উপস্থিতিতে ট্রেনের বন্ধ রাখা মাসিক টিকেট চালু করা, টাঙ্গাইল কমিউটার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করা এবং জয়দেবপুর রেলওয়ে স্টেশনে সকল ট্রেনের স্টপেজসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, সকালে জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ আলী ও সহকারী মাস্টার মুন্না মনির লাইন ক্লিয়ার দিলে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু ও দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন দুটি চলে যায়। পরে ইঞ্জিনিয়ার মো. শামসুল হক, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নসহ কয়েকজন উত্তেজিত হয়ে স্টেশন মাস্টার ও সহকারী মাস্টারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে জয়দেবপুর স্টেশনে তুরাগ ট্রেনটি আটকা পড়ে। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মো. শামসুল হক, সভাপতি গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন, হাসান আজমল ভূইয়া, সাবেক আহ্বায়ক সদর থানা বিএনপি,আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সদর থানা বিএনপি, আসাদুজ্জামান, গাজীপুর শিক্ষক সমিতিসহ সর্বস্তরের ছাত্র-জনতা।
গাজীপুরে লবলঙ্গ নদ দখল ও দূষণ প্রতিযোগীতায় ১৩ শিল্পপ্রতিষ্ঠান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।